প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ভুম্পিকম্পে আহত হয়েছেন হাজারের অধিক। হেরাত প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মোসা আশরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোসা আশরি এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন ও হাজারের অধিক নারী, শিশু এবং বৃদ্ধ আহত হয়েছেন।’
আজ শনিবার বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ১৪ জন নিহতের কথা জানায়।
আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১৪আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১৪
ওই সময় হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখিত সংখ্যক মানুষ মারা গেছে। তবে এটিই চূড়ান্ত নয়। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকার খবর পেয়েছি আমরা।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫,৪ দশমিক ৭,৬ দশমিক ৩,৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech