গরিব-দুঃস্থদের মুখে হাসি ফোটাতে সকলকে এগিয়ে আসতে হবে : শফিক শাহজাহান

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

গরিব-দুঃস্থদের মুখে হাসি ফোটাতে সকলকে এগিয়ে আসতে হবে : শফিক শাহজাহান

মা-বাবা ফাউন্ডেশন ট্রাস্ট অ্যান্ড খান বাহাদুর মেহরাব আলী চ্যারিটি ট্রাস্টের আলোচনা

 

ডায়াল সিলেট ডেস্ক :: বিশিষ্ট শিল্পপতি শফিক শাহজাহান বলেছেন, দেশের মানুষের জন্য সকলেরই ভালো কিছু করার চেষ্টা করা উচিত। সাধারণ জীবন-যাপনের মধ্যেই সুন্দর এই জীবনকে অতিবাহিত করলেই হবে না। নিজের যা কিছু আছে তাই নিয়ে গরিব-দুঃস্থদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা উচিত।

 

শনিবার বেলা ২টায় নগরীর মেন্দিবাগস্থ বটেরতল এলাকায় মা-বাবা ফাউন্ডেশন ট্রাস্ট অ্যান্ড খান বাহাদুর মেহরাব আলী চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

 

এলাকার বিশিষ্ট মুরব্বী এম এ কাইয়ুম খানের সভাপতিত্বে ও প্রবীণ আইনজীবী আব্দুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মা-বাবা ফাউন্ডেশন ট্রান্ড অ্যান্ড খান বাহাদুর মেহরাব আলী চ্যারিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা খান বাহাদুর ড. এম এ মান্নান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, এলাকার প্রবীণ মুরব্বী মো. আব্দুল আজিজ, মো. জাকারিয়া, শিক্ষানবিশ আইনজীবী তাছলিমা আফরিন আঁখি প্রমুখ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ