শ্রীমঙ্গল থানায় ‘ওপেন হাউজ ডে’

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

শ্রীমঙ্গল থানায় ‘ওপেন হাউজ ডে’

মনজু বিজয় চৌধুরী॥  পুুলিশকে তথ্য দিন- পুলিশের সেবা নিন’-এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসের হলরুমে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।ওপেন হাউজ ডে এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. জাহাঙ্গীর হোসেন সরদার। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।
ওপেন হাউজ ডে এর অনুষ্ঠানে আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সম্প্রীতির বন্ধন বজায় রাখতে সকল শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভার ইউপি সদস্য, মহিলা সদস্য, কাউন্সিলর, মহিলা কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ