বড়লেখায় ছাত্রলীগের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

বড়লেখায় ছাত্রলীগের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসো নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা তলে। এসো নবীন ভয় নাই ছাত্রলীগের সন্ত্রাস নাই !এ শ্লোগানকে সামনে রেখে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বড়লেখা পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসমার মাধ্যমে সমাপ্তি হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কমরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, পৌর সভাপতি আলী হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি সুবন দও, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দাস, মুহতাসিম মাহদি প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ