ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে আজ (১০ অক্টোবর) মঙ্গলবার মৌলভীবাজার পৌরসভা কর্তৃক এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো.ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. কবিরুল বাসার,অধ্যাপক ও কীটতত্তবিদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা,ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান আলোচকের বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ডেঙ্গুর জীবানু আসে এডিস মশার মাধ্যমে। বাসা বাড়িতে পানি জমে এই মশার বংশ বিস্তার ঘটে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে মশা জন্মানোর সুযোগ বেশি থাকে। এতে আতঙ্ক নয়,সতর্ক ও সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হলে কখনো আতঙ্কিত হওয়া যাবে না, চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থতা লাভ করা যায়। তাই মনে রাখতে হবে ডেঙ্গু প্রাদুর্ভাবের কালে সচেতনতার কোনো বিকল্প নেই। সারাদেশের মধ্যে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। কিন্তু মৌলভীবাজারে অনেক জায়গায় এডিস মশা আছে। ভবিষ্যতে যাতে এর প্রাদুর্ভাব না বাড়ে সেজন্য সবার সচেতনতা জরুরি।
সভাপতির বক্তৃতায় মৌলভীবাজার পৌরসভার মেয়র মো.ফজলুর রহমান বলেন, স্কুলের খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং ফুলের টবে পানি জমতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে পারেন। তাছাড়া অভিভাবকদেরও সচেতন হতে হবে।