বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

ডায়াল সিলেট ডেস্ক :: আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে দিবসটি। এ বছরে দিবসটির প্রতিপ্রাদ্য- ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার’। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে আসে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মানসিক রোগ দুই ধরনের। এর মধ্যে গুরুতর হলো সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা, আলঝেইমারস। আর সাধারণ মানসিক সমস্যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি ও বিষণ্নতায় ভোগা। বাইপোলার ডিজঅর্ডার দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা। ওষুধ বা চিকিৎসার মাধ্যমে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, তবে রোগী পুরোপুরি সুস্থ হয় না।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু মনোরোগ বিভাগের প্রধান ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য চিকিৎসা অনেক দূর এগিয়েছে। এ সময়কে আমরা মানসিক স্বাস্থ্য চিকিৎসার স্বর্ণযুগ বলতে পারি। এর মধ্যে মানসিক স্বাস্থ্য আইন হয়েছে, মানসিক স্বাস্থ্যের নীতি হয়েছে, কর্মকৌশল হয়েছে। বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে তা বাস্তবায়ন করা। আমরা প্রান্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ