উত্তরায় বিএনএস সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

উত্তরায় বিএনএস সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

ফায়ার সার্ভিসের এক কর্মী আহত

 

ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট

 

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত বিএনএস সেন্টারে আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আমাদের প্রথম ইউনিট পৌঁছায় রাত ১টা ২৬ মিনিটে। এখন ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের এক কর্মী আহত : রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ওই কর্মীর নাম শামীম। ওপর থেকে কাঁচের টুকরো পরে আহত হয়েছেন তিনি। এতে তার হাত অনেক খানি কেটে গেছে এবং হাড় বেরিয়ে গেছে। আহত শামীমকে প্রাথমিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এরপর পঙ্গু হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ারুল ইসলাম।

 

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটের দিকে উত্তরা ৭ নং সেক্টরের ২৮ নম্বর রোডে অবস্থিত বিএনএস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে ১ম ইউনিট পৌঁছায়। এর সাথে আরও ৬ ইউনিট যোগ দেয়। এখন ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আমরা সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে আমাদের ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

 

ভবনটির আট তলায় দি ক্যাফেরিও রেস্টুরেন্ট ও নবম দশম তলায় বিভিন্ন অফিস। সপ্তম তলায় রয়েছে কম্পিউটার মার্কেট। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনের তীব্রতা বাড়ায় ১৬ তলা ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ