প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। বুধবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ী সিন্ডিকেট ও মুনাফালোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। ক্ষমতার লোভে অন্ধ সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।
জিএম কাদের বলেন, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ ও আলু। এসব দেখার যেন কেউ নেই। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে। আয় না বাড়লেও ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। মজুতদারি সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech