ঢাকা ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সামাজিক সম্প্রীতি সাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ইং, সকালে মির্জাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়।
এ সময় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিছলু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী রাজিব মাহমুদ মিঠুন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।
এছাড়াও পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নাসিরসহ মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন মসজিদ, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সম্প্রীতির বন্ধন বজায় রাখতে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়।
এ দিকে আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিন্দুরখাঁন ইউনিয়নের সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার ০৯ অক্টোবর ২০২৩ইং, বেলা ১১টার সময় সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মোঃ আশিকুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন মসজিদ, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।