সিন্দুরখান বাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

সিন্দুরখান বাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখার সভাপতি রিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন কৃষ্ণ পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন লাহারপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুশেন দেব, সম্পাদক জীবন দেব, কুঁড়িপাড়া ভৈরবথলী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি অজিত বৈদ্য, সম্পাদক সুকেশ মোদক, জুলেখানগর চা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি মলিন বাড়াইক, সম্পাদক সাধন প্রধান, নাহার চা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি জোতিষ বোনার্জী, সম্পাদক অপূর্ব রাজবল্লব, সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, সম্পাদক সুবোধ ভৌমিক, ছিমাইলত সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি রঞ্জিত চাষা, সম্পাদক সঞ্জিত চাষা, জাম্বুরাছড়া চা বাগান দুর্গাপূজা কমিটির সভাপতি বাহাদুর দেববর্মা, সম্পাদক মানিক দেববর্মা এবং বনগাঁও চৌধুরী বাড়ী দূর্গা মন্দিরের ব্যক্তিগত পূজারী দেবব্রত সেন চৌধুরী বিষ্ণু।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
0Shares