জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মৌলভীবাজারে

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

 জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মৌলভীবাজারে
মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজারে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মেয়র চত্বরে জন্মদিনের কেক কাটা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।
জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কাউন্সিলর আসাদ হোসেন মক্কু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমদের সঞ্চালনায় অতিথিদের নিয়ে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজয় সেন, কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম সুমেল সহ জেলা জাতীয় শ্রমিক লীগের উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ