প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসুচীর উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরন করা হয়।
বৃহস্পতিবার জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকারের মূল মন্ত্র জনগনের ভাগ্যের পরিবর্তন করা। সরকার বিভিন্ন ভাবে দেশের সাধারন মানুষকে সহযোগিতা করে আসছে।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সুজাউদ্দৌলার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,ওসি মোশাররফ হোসেন,সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী,কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার,শরদেন্দু দাস শেখু, আরমান আলী প্রমুখ।
এ সময় বিগত সময়ে সরকার থেকে উপকারভোগী কয়েকজন বক্তব্য রাখেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech