ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিষ্পত্তি হওয়া ১২৩টি মামলার আলামত ধ্বংস
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারে বিজ্ঞ আদালতে নিষ্পত্তি হওয়া ১২৩টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয় ।
ধ্বংসকৃত আলামতের মধ্যে মোট ইয়াবা-২৪২৩ পিস, বিদেশি মদ- ৩৭ বোতল, গাজা- ৭কেজি ৫৪৫ গ্রাম, হেরোইন- ১৬ পুরিয়া, , দেশি চোলাই মদ ২২৮ লিটার ১০০ মি: লি:, মদ তৈরির উপকরণ ওয়াশ- ৯৫ লিটার ৩০০ মি: লি:, ছোট বড় ৫টি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয় ও নগদ ৩৬,৫২৩/- টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।এছাড়া ০৩টি মোবাইল ফোন বিজ্ঞ আদালতের আদেশে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় তাছাড়া নিলামে বিক্রয় করার পর কোর্ট মালখানা কর্তৃক চালানমতে ৩৬৫২৩/- (ছএিশ হাজার পাঁচশত তেইশ) টাকা সরকারি কোষাগারে জমাপ্রদান করা হয়৷