গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

ডায়াল সিলেট ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ নগরী গাজা ভূখন্ডে ইসরায়েলী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে মৌভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার বাদ জুমআ’ শহরের শমশেরনগর সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ওলামা মাশায়েখ পরিষদ মৌলভীবাজার জেলা।মিছিলটি শহরের শমশেরনগর সিএনজি স্ট্যান্ড থেকে বের হয়ে চৌমুহনা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাঃ আব্দুল হক। উপস্থিত ছিলেন মাওঃ শাহাজান মিয়া ও গোলাম মওলা (আহাদ) প্রমুখ।এদিকে, গাজায় ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শুক্রবার জুমআ’র নামাজের পর শহরের পশ্চিমবাজার থেকে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিলটি কুসুমভাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত পথ সমাবেশে যোগ দেয়।ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা এম.এ কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ