জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ডায়াল সিলেট ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুড়ী উপজেলার বিভিন্ন মান্ডবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার উপজেলা পূজা উদযাপন পরিষদের(ভারপ্রাপ্ত)  সভাপতি  বিমল মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিতাংশু শেখর দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া,সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী,  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন চন্দ্র,সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,ওসি মোশাররফ হোসেন, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন দাস,মহেষ দাস,গোপীদাস শীল মনা,বিশ্বজিৎ দত্ত প্রমুখ।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান অসাম্প্রদায়িক সরকার সকল ধর্মের মানুষের ধর্ম যার যার মত অনুযায়ী পালন করতে সর্বাত্বক সহযোগিতা করছে।এ দেশে সর্ব ধর্মীয় মানুষ তাদের ধর্ম পালন করতে পারে।সরকার এ ক্ষেত্রে সহযোগিতা করে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ