জুড়ীতে সরকারের উন্নয়নের প্রচারপত্র নিয়ে জনগণের কাছে এসএম জাকির

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

জুড়ীতে সরকারের উন্নয়নের প্রচারপত্র নিয়ে জনগণের কাছে এসএম জাকির

মনজু বিজয় চৌধুরী। মৌলভীবাজার জেলার জুড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নের প্রচার পত্র জনগণের কাছে তুলে ধরছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। গত বৃহস্পতিবার উপজেলার ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারে তিনি সরকারের উন্নয়নের প্রচার পত্র বিলি করেন।

সরকারের বিভিন্ন উন্নয়নের প্রচারপত্র বিতরণের সময় এসএম জাকির হোসাইন বলেন, বিগত ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সব ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন করেছেন। এসব উন্নয়ন কাকার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতেই প্রচারপত্র বিতরণ করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা এ আর সাজেদ প্রমুখ।

0Shares