পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

ডায়াল সিলেট ডেস্ক : কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ১। জুবেল মিয়া (২৮) এবং ২। রুহেল হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) মধ্যরাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফসদর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার রাতে কুলাউড়া থানার এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের অন্তর্গত ইউসুফসদর গ্রামের আটককৃত জুবেল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

এসময় আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares