বন্দরবাজার থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

বন্দরবাজার থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ৪

সিলেট নগর থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা এক ব্যক্তিকে উদ্ধার করেছে কতোয়ালি থানা পুলিশ। শনিবার পুলিশের অভিযানে তেকে অপহরণের ঘটনায় ৪ জনকে আটকও করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নগরের বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের পার্শ্ববর্তী পুরান লেনের গলির প্রবেশ মুখ থেকে মাহফুজ আহমদ (৩০) ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অপহরণকারীরা মাহফুজের ব্যবহৃত মোবাইল থেকে ফোন দিয়ে তার আত্মীয় স্বজন সহ তার বন্ধুদের নিকট মুক্তিপন দাবি করে।

 

পরবর্তীতে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরকারী সন্দেহে শাহরিয়ার আহমদ শান্ত (২৪), রাজা মিয়া (২৫), সিয়াম আহমদ (২০) , তারেক আহমদ (২৫) কে আটক করে। পরে তাদের হেফাজত থেকে মাহফুজ আহমদকে উদ্ধার করে।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মাহফুজ আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাহফুজের ভাই পারভেজ আহমদ বাদী হয়ে আটককৃত ৪ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ