প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। শুক্রবার রাত ৮টায় বনানীর একটি রেস্টুরেন্টে এ বৈঠক শুরু হয়। বেশ গোপনীয়তায় রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ করেন বিএনপি নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা শুধুমাত্র নৈশভোজ, কোনো বৈঠক নয়।’
সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বৈঠক ও নৈশভোজে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- জিওফ্রি পিটার ম্যাকডোনাল্ড, ড্যান মার্কি, মিস ঈশা গুপ্তা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech