প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থেকে একদিন দুইটি লাশ উদ্ধার হয়েছে। একজন হলেন চা শ্রমিক ও অপর একজন হলেন এক সিকিউরিটি গার্ডের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, স্থানীয় লোক মারফত খবর পেয়ে ১৪ অক্টোবর শনিবার ভুরভুরিয়া ছড়া চা বাগান থেকে এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যাক্তির নাম রাম রতন রবি দাশ (৩৫)।
তার বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে। সে ওই বাগানের গুল্লিমারা টিলার শংকর রবি দাশের ছেলে।
পুলিশ জানায়, সে শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের কাছ থেকে জেনেছেন।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, লাশের সুরতহাল রিপোর্টে কোন আঘাতের চিহ্ন নেই। তবে তার শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ওই এলাকায় একটি বড় সাপ দেখেছেন। তাদের ধারনা তাকে সাপে কামড় দিতে পারে। তবে লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
অপরদিকে ১৩ অক্টোবর রাতে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকায় অবস্থিত অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ এর একটি ভবন থেকে ওই প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুর রউফ এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানা য়ায়, মৃতদেহটি ওই ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে লুঙ্গিদ্বারা গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। সাথে একটি চিরকুটও পাওয়া যায় সেখানে লিখা রয়েছে আর্থিক ভাবে ঋণগ্রস্থ হওয়ায় ও স্ত্রীর সাথে মনোমালিন্য থাকায় তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন। তবে তার এ মৃত্যু রহস্য জনক বলে ধারণা করা হচ্ছে। মৃত সিকিউরিটি গার্ড নাটোর জেলার থাওইল গ্রামের সিংড়া উপজেলার মোঃ নওশের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি অলিলা গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেড এর সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি! এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা হলেও বিষয়টি তদন্তাধিন।
মনজু বিজয় চৌধুরী,শ্রীমঙ্গল থেকে
’মৌবাইল নম্বর -০১৭৩১৭২০৮৯৬
তারিখ- ১৪ অক্টোবর ২০২৩ইং
ই-মেল নিউজ ও ছবিসহ
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech