সিলেটে যেসব স্থানে মিলছে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

সিলেটে যেসব স্থানে মিলছে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা

ডায়াল সিলেট ডেস্ক :: বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, যা আজ বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তাঁর নির্দেশনায় সিলেটসহ সারা দেশের ২০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টারে’ প্রান্তিক জনগোষ্ঠিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার্বজনীন চক্ষু চিকিৎসাসেবা।

 

সিলেট বিভাগে বিনামূল্যে চক্ষুসেবা পাওয়া কমিউনিটি আই সেন্টারগুলো হচ্ছে- এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

এসব কমিউনিটি আই সেন্টারে আগত চক্ষু রোগীকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ