২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাইফুল ইসলাম (৫৫) নামে মাদক মামলায় ২ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর ) রাতে কমলগঞ্জ থানাধীন আদমপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে জিআর ১২০/১১(কমল) মামলায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী) ২০০৭ এর ৪/৫ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম কমলগঞ্জ থানার শমসেরনগর ইউনিয়নের কেচুলুটি গ্রামের ইন্তাজ আলী ছেলে।

আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ