যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় বাছিত মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জয়চ-ী ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাছিত ওই গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।
কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার বাছিতের পরিবারের বরাত দিয়ে জানান, নিত্যদিনের মতো রোববার রাতে বাছিত মিয়া রাতের খাওয়া দাওয়া শেষে বাইরে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজতে থাকেন। একপর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে তাদের বাড়ির পাশের একটি গাছে বাছিতকে ঝুলে থাকতে দেখেন।তিনি আরও জানান, সকাল ১০টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ