কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অর্থ বিতরণ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অর্থ বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক :  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাঁরই কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ দেশে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে। সকলের মধ্যে সম্প্রীতির বন্ধনও অটুট রয়েছে।
তিনি সোমবার কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে সভায় বিশেষ বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অরুনাভ দে, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, শ্রম বিষয়ক সম্পাদক রাম বিলাস দোসাদ নানকা, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল ও উপজেলা আওয়ামী লীগের সদস্য যাদু বেন্দু রায় প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল আলম মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন পূজাম-পে নগদ অর্থ ও পূজারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ