কুলাউড়ায় ৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

কুলাউড়ায় ৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে জব্দকৃত ৪০ কেজি গাঁজা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে ৮ লাখ টাকার এসব গাঁজা ধ্বংস করা হয়।আদালতের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে এসব গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ও দেবাশীষ প্রমুখ।কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ধ্বংসকৃত ৮ লাখ টাকার এসব গাঁজা গত সেপ্টেম্বর মাসে আটক করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ