জুড়ীতে তালামীযের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

জুড়ীতে তালামীযের বিক্ষোভ মিছিল

ডায়াল সিলেট ডেস্ক : ফিলিস্তিনে মুসলিম জনগোষ্ঠির উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা। বৃহস্পতিবার বাদ যোহর জুড়ী আদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক সামাদ পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ প্রমুখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বদরুল ইসলাম।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ