দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কমলগঞ্জে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কমলগঞ্জে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে প্রতিটি মন্ডপ এবং পুরো উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন।

আনসার ভিডিপি প্রশিক্ষক জাহেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।

উল্লেখ্য, এবছর কমলগঞ্জ উপজেলায় ১৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৬টি সার্বজনীন ও ১৭ টি ব্যক্তিগত মন্ডপ রয়েছে।

0Shares