পূজা মন্ডপে চালের ডিও প্রদান

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

পূজা মন্ডপে চালের ডিও প্রদান

ডায়াল সিলেট ডেস্ক :  বড়লেখায় এবার সার্বজনিন ও ব্যক্তিগত মিলিয়ে মোট ১৫৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে সার্বজনিন ১৪০টি পূজামন্ডপে ৫০০ কেজি করে জি.আর চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে এসব মন্ডপে জি.আর চালের ছাড়পত্র (ডিও) প্রদান করা হয়েছে।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উজ্জল ঘোষের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

0Shares