বড়লেখায় ২য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

বড়লেখায়  ২য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি জামেয়া ইসলামিয়া মাদরাসার ২য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বর্ণি জামেয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে হয় এ আয়োজন। বৃহস্পতিবার মাদরাসার নির্মাণাধীন ভবনের হল রুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার সুপার মাওলানা আবু সাঈদ তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার দ্বিতীয় তলা ভবন নির্মাণ কাজের দাতা লন্ডন প্রবাসী আব্দুল আহাদ। প্রধান আলোচক ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা ফয়ছল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ছাইম উদ্দিন, ডা. সুনাম উদ্দিন, স্থায়ী দাতা সদস্য আব্দুর রহমান, উপদেষ্টা সুলতান আহমদ ললন, স্থায়ী দাতা সদস্য সুহেল আহমদ, ডা. খালেদ আহমেদ, ডা. সাহেদ আহমদ, অভিভাবক সদস্য সাহেদ আহমদ, ফখরুল ইসলাম, রায়হান উদ্দিন, আব্দুল মালিক, প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য সুমন আহমদ, কামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মাদরাসার দ্বিতীয় তলা কাজের ভিত্তি স্থাপন করেন। শেষে মাদরাসার ভূমি দাতা কারী রহমত আলীর মোনাজাত পরিচালনায় অনুষ্ঠান সমাপ্তি হয়।

0Shares