ঢাকা ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বিসিক আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ২০২৩-২৪ অর্থ বছরের ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউপি সভাকক্ষে বিসিক জেলা কার্যালয় আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিসিক মৌলভীবাজারের উপ-ব্যবস্হাপক বিল্লাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
বিশেষ অতিথি ছিলেন ৪নং পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ রবিউল ইসলাম রাসেল।
বিসিক আয়োজিত ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫জন উদ্যোক্তার হাতে অতিথিরা সনদপত্র তোলে দেন।