প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ৫৫ লাখ ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যানি-মেরি ট্রেভেলিয়ান মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মোচনে এমন একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ, যার জেরে (বাংলাদেশে) আশ্রিত রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং পূর্ণ সম্মান নিয়ে মিয়ানমারে ফিরে যেতে পারেন। যতদিন পর্যন্ত রোহিঙ্গারা সসম্মানে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে না পারেন, ততদিন পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।’
২০১৭ সালে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য আরাকানের রাজ্যে বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা চালানো হয়। পরে এই হামলার দায় স্বীকার করে মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)।
সেই হামলার পরই রোহিঙ্গাদের বিরুদ্ধে আরাকানজুড়ে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ভয়াবহ সেই অভিযানে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, লুটপাট ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার মুখে টিকতে না পেরে আরাকান থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে থাকেন।বাংলাদেশের সরকারের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে এসেছেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।
বর্তমানে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুতুপালং ইউনিয়নের শরণার্থী ক্যাম্পে রয়েছেন এই রোহিঙ্গারা।
-সূত্র : রয়টার্স
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech