প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের গুহ রোডের একটি ফ্লাটে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
বুধবার চোরের দল ৫ তলা ভবনের ফ্লা , s,. টের ২তলার তালা ভেঙে ঘরে প্রবেশ করে সমস্ত আসবাবপত্র তছনছ করে নগদ ৫০ টাকা, দেড় ভরি স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
জানা যায়, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর কর্মকর্তা শামসুজ্জামান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষিকা রোকসানা বেগম দম্পতি প্রায় দশ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন।
অসুস্থ স্ত্রীকে বাসায় রেখে বাহিরে তালা লাগিয়ে জুরুরি কাজে শামসুজ্জামান সোনালি ব্যাংকে যান দুপুর সাড়ে ১২ দিকে। বাসায় এসে দেখেন প্রধান দরজার তালা নেই। ঘরে প্রবেশ করে দেখেন বাসার সমস্ত মালামাল তছনছ করা,আলমারীর তালা ভাঙা। সংঘবদ্ধ চুরের দল ঘরের আলমারী ভেঙে নগদ টাকা ও সোনা নিয়ে যায়।
শামসুজ্জামান জানান, ঘরে তার স্ত্রীর চিকিৎসার নগদ ৫০হাজার টাকা ছিল। চোরের দল সেই টাকা ও দেড় ভরি স্বর্নালংকার নিয়ে গেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার সামনের সবগুলো ভিডিও ফুটেজ দেখা হচ্ছে অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech