মৌলভীবাজারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

মৌলভীবাজারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারে তরুন সনাতনী সংঘ (টি.এস.এস) ও কেন্দ্রীয় কমিটি এর উদ্যোগে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত  মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

২০ অক্টোবর শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের কালিবাড়ি প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে টি.এস.এস. এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পলাশ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. অঞ্জন ভৌমিক। প্রধান আলোচক হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাধাপদ দেব সজল। উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি আশু রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, রামকৃঞ্চ মিশনের সভাপতি এডভোকেট বিশ্বজিত ঘোষসহ অনেকে।

এসময় তিন শতাধিক সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

0Shares