মণিপুরী কবি রাধাকান্ত সিংহ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

মণিপুরী কবি রাধাকান্ত সিংহ স্মরণে শোকসভা অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আমৃত্যু সেচ্ছাসেবক বিশিষ্ট সমাজসেবক কবি রাধাকান্ত সিংহ স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির আয়োজনে মাধবপুরস্থ প্রয়াত রাধাকান্ত সিংহের বাড়ীতে সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহের সঞ্চালনায় শোকসভায় আলোচনা করেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. রনজিত কুমার সিংহ, বিশিষ্ট সমাজসেবক সমরজিত সিংহ, যোগেশ্বর চাটার্জী, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলা কান্ত সিংহ, শ্যাম কুমার সিংহ, সুনীল কুমার সিংহ, প্রভাস চন্দ্র সিংহ, রবীন্দ্র কুমার সিংহ, পুলিন কুমার সিংহ, বিলাস সিংহ, কমলকুঁড়ি সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ ও প্রয়াতের একমাত্র পুত্র সুকান্ত সিংহ প্রমুখ।
বক্তরা রাধাকান্ত সিংহের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে করেন। তারা বলেন, তিনি ছিলেন একাধারে কবি সাহিত্যিক এবং ধর্মপরায়ন ব্যক্তি। এছাড়া একজন সংগঠক। সমাজের বিভিন্ন স্তরে তাঁর বিচরণ ছিল। তাঁর আকষ্মিক মৃত্যুতে মণিপুরী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কবি রাধাকান্ত সিংহ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কবি রাধাকান্ত সিংহ ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি আমৃত্যু বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পোয়েটস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা উপদেষ্টা সালেহুর রহমান বুলবুল, শেখ তফাজ্জুল হোসেন তবারক, সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক), সহ-সভাপতি কবি শামিমা রিতু, সহ-সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক গীতিকবি দেওয়ান মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কবি সায়েরা সাবেতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবৃত্তিশিল্পী সাদিয়া জান্নাত নিছা, সিনিয়র সদস্য কবি শহীদুর রহমান সায়েদ (যুক্তরাষ্ট্র), কবি কেএএম জহির হোসেন মনসুর (যুক্তরাজ্য), বিপ্র দাস বিশু বিক্রম, কবি সাকেরা বেগম, কবি জ্যোতি প্রকাশ, মাল্যশ্রী তামান্না, সাথী মনি কর, নাদিয়া মোহাম্মদ, শাহ্ জাকী, রাজনীন মোহাম্মদ প্রমুখ মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ