লন্ডনে ‘‘ ফ্রি ফ্রি প্যালেস্টাইন শ্লোগানে‘‘ মুখরিত লাখো মানুষের ঢল

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

লন্ডনে ‘‘ ফ্রি ফ্রি প্যালেস্টাইন শ্লোগানে‘‘ মুখরিত লাখো মানুষের ঢল

 

 

নিজস্ব প্রতিবেদক :: ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজায় হাজার হাজার শিশু মহিলা যুবকদের উপর নির্বিচার হামলা ও হত্যার প্রতিবাদে শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২ ঘটিকায় লন্ডনে মার্চ ফর ডেমোস্ট্রেশন টু প্যালেস্টাইন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

পদযাত্রাটি মিছিল সহকারে মার্বোল আর্চ থেকে শুরু করে ডাউনিং স্টেইট এসে শেষ হয়।

 

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে উপস্থিত হন। লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশটি আরো মুখরিত হয়ে ওঠে। সবার মুখে একটাই শ্লোগান “ ফ্রি ফ্রি প্যালেস্টাইন ‌‌‌“।

 

 

 

 

এবারের লন্ডনের বিক্ষোভ বিগত কয়েক বছরের মধ্যে সবচেষে বড় আয়োজন। ইসরায়েলকে সমর্থনকারীদের ধিক্কার/ সেইমলেস বিভিন্ন উপাধিতে অনেকের লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক। তাঁরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেখানে পুরোদমে মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দরা।

 

পরে সেখানে পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ ফ্রি ফ্রি প্যালেস্টাইন।’

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ