প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার সংবিধান থেকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে এখন ‘সংঘাত ও অনিশ্চয়তা’ দিকে নিয়ে যাচ্ছে । এই সরকার দেশকে বিভক্ত করে ফেলতে চায়। বিএনপি বিভক্তির রাজনীতি চায় না। ঐক্যের রাজনীতি চায়।
গতকাল শনিবার রাতে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সপ্তমীতে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্মকে নিয়ে যাতে সংঘাত না হয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি যেন না হয়, সেদিকে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দেখা গেছে সেগুলোর সঙ্গে শাসকগোষ্ঠীর লোকজন জড়িত। এসব কথা আমার নয়, রানা দাশগুপ্তের। আপনাদের যিনি শ্রদ্ধেয় নেতা। তিনি পরিষ্কার করে বলেছেন, সরকার চাইলে শান্তিপূর্ণভাবে পূজা হবে, আর না চাইলে সেটি হবে না।’
তিনি বলেন, বিএনপি শুধু অসাম্প্রদায়িকতাতেই বিশ্বাস করে না, অন্য সম্প্রদায়ের অধিকার রক্ষা করার চেষ্টা করে। এর আগে রমনা কালীমন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপির সরকারের সময় তা উদ্ধার করা হয়। ঢাকেশ্বরী মন্দিরের জায়গা দখল হয়ে গিয়েছিল। ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এই জমি উদ্ধার করে দিয়েছিলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য লড়াই করছে। বিএনপি মনে করে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech