জিয়া স্মৃতি পাঠাগারের কমিটি গঠন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

জিয়া স্মৃতি পাঠাগারের কমিটি গঠন

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারে জিয়া স্মৃতি পাঠাগার’র জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার এই কমিটির অনুমোদন দেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ জহির দীপ্তি।কমিটিতে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে সভাপতি ও মনোয়ার আহমেদ রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বকসী জুবায়ের আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিয়ামুল হক, প্রচার সম্পাদক এডভোকেট নাসিম আহমদ বাপ্পিসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও পেশাজীবি নেতৃবৃন্দকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।এছাড়াও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টাবৃন্দরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ূন, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি মিসেস রেজিনা নাসের, জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহীন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ