পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।পুলিশ সুপার সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে  পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপ কতৃর্পক্ষের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় তিনি পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সেলিম ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

0Shares