প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক: সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সরেজমিন পরিদর্শন করেছেন র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক।
সোমবার বেলা ১১টায় জেলার শ্রী শ্রী কালী মঙ্গেশস্বরী কালী মন্দির পূজা মন্ডপ এবং কাকিয়াছড়া শ্রী শ্রী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনকালীন সময় তিনি বলেন, কোন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র্যাব-৯ এর বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech