ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মানুষের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক লেদু মিয়া
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): কুলাউড়া থানার অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক দুলালের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক লেদু মিয়া ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
সিলেটের মাউন্ড এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় ইন্তেকাল করেন তিনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ লস্করপুর এলাকার লস্করপুর শাহী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার, ফুলেল শ্রদ্ধা শেষে জানাজা সম্পন্ন হয়।
আত্মীয়-স্বজন, প্রতিবেশী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ জানাজায় উপস্থিতি ছিলেন।
নামাজের জানাজা শেষে মরহুমের সন্তান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক দুলাল দল-মত নির্বিশেষে উনার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।