মৌলভীবাজারে তামাক বিরোধী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

মৌলভীবাজারে তামাক বিরোধী সভা অনুষ্ঠিত

ডায়ালসিলেট ডেস্ক ::  ‘জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন, স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরী’- এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে তামাক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার পৌরসভা ও সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় মৌলভীবাজার পৌরসভার বোর্ড রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ নাহিদ হোসেন’র সভাপতিত্বে ও পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) বিজয় কৃষ্ণ দেব ও উপ-সহকারী প্রকৌশলী আমিনূল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব।
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরী বিষয়ে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আলেয়া বেগম, পরিদর্শক আব্দুল মতিন, পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) আব্দুল মালেক, এনজিও প্রতিনিধি সাজ্জাদুর রহমান, কাউন্সিলর জাহানারা বেগম, জিমি বেগম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
পৌর মেয়র বলেন, তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়নে মৌলভীবাজার পৌরসভা নাগরিকদের কল্যাণে সকল পদক্ষেপ গ্রহণ করছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ