প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
রাজধানীর গুলশান-মহাখালী সড়কের পাশে অবস্থিত খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কম্পানির সেলসে কাজ করতেন।
তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
হাসনা হেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই কম্পানির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা। তিনি গণমাধ্যমকে বলেন, আগুন লাগার পর হাসনা হেনা ৯ তলার তার ধরে গ্রিল টপকে নামতে গিয়ে নিহত হন।
এদিকে আগুন লাগার সময় ভবনে উপস্থিত থাকা আসাদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা অ্যালার্ম বাজার শব্দ পাই।
তখন বের হয়ে দেখি ধোঁয়া আর ধোঁয়া। আমি এরপর লিফটের সামনে এসে আর নামতে পারি না। ধোঁয়ায় আমি কিছুই দেখিনি। পরে আমি আমাদের ফ্লোরের কিচেনের সাইট দিয়ে পেছন দিয়ে বের হয়েছি।
’
খাজা টাওয়ারে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
সর্বশেষ তথ্য মতে, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৯০ জন সদস্য কাজ করছেন। একই সঙ্গে বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, আনসার ও পুলিশ যোগ দিয়েছে আগুন নির্বাপণের কাজে। ইতিমধ্যে সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech