কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ মহড়া

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ মহড়া

ডায়ালসিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধমূলক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ মহড়া প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ থানা প্রাঙ্গন থেকে মহড়াটি বের হয়ে ভানুগাছ বাজারের প্রতিটা মোড়, বাজার ও উপজেলার প্রতিটি রাস্তা প্রদক্ষিণ করে কমলগঞ্জ থানায় এসে শেষ হয়। এই বিশেষ মহড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। এছাড়াও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ও থানার অন্যান্য অফিসার্স ফোর্স বৃন্দ এই বিশেষ মহড়ায় অংশ নেন।

মহড়া শেষে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, মাননীয় পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমলগঞ্জ থানা পুলিশ এর বিশেষ মহড়া।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ