প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক :: নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর ) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন ও পুলিশকে লক্ষ করে ইট পাথর নিক্ষেপ করে নাশকতার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ পরে।
এসময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, এসআই নাজমুল, এসআই জয় বনিক, কনস্টেবল মশিউর রহমান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শর্টগানের ৩৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে পুলিশ। এসময় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬০ জন বিএনপি নেতা- কর্মীকে আটক করা হয়।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।
ওসি জানান, আটকরা ঢাকায় যাওয়ার সময় স্টেশনে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারমুখী হয়।
এ সময় তাদের প্রতিহত করতে ও জনগণের জানমাল রক্ষার্থে শর্টগানের ৩৫টি গুলি ছুড়ে পুলিশ। আটকদের যাচাই বাছাই করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলেও যানান তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech