প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ ক্রিকেটে আজ শনিবার নিজেদের ষষ্ঠ খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। টানা চার খেলায় পরাজয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস ঠেকেছে একেবারে তলানীতে। ব্যাট-বল কোথাও বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের খুঁজে পাচ্ছেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় আগের ভুল ত্রুটি শুধরে ২২ গজে সেরাটাই দেয়ার লক্ষ্য খেলোয়াড়দের। অন্যদিকে, পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা নেদারল্যান্ডস দলের লক্ষ্য চাপমুক্ত হয়ে খেলা। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলাটি শুরু হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে।
কলকাতা বাংলাদেশের খুব কাছে। ইডেন গার্ডেন্স স্টেডিয়ামটি এত কাছে, তবু এত দূর বললে ভুল হবে না বাংলাদেশের জন্য। ৩৩ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মাঠে বাংলাদেশ সবশেষ ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছিলো ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর টি- টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেললেও, একদিনের ম্যাচে খেলা হয়নি। দীর্ঘ সময়ে অনেক বদলেছে কলকাতা, বদলেছে বাংলাদেশ দলও।
এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য ছিলো সেমিফাইনালে খেলা। কিন্তু টানা চার ম্যাচে পরাজয়ে বাংলাদেশের সেই স্বপ্ন ধুসর হয়ে গেছে ইতিমধ্যে।
২০১৫ বিশ্বকাপে হেড কোচ চন্দিকা হাথুরুসিংহের ছোঁয়ায় দারুণ খেলেছিলো বাংলাদেশ দল। কিন্তু, এবার হাথুরুসিংহের ম্যাজিকেও কোন কাজ হচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর, টানা চার খেলায় হেরেছে বাংলাদেশ। এরমধ্যে বিশ্বকাপে দলকে রেখে ২ দিনের জন্য সাকিব একা ঢাকা এসে ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন করায় আরো বিতর্ক তৈরী হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় দলের সঙ্গে যোগও দিয়েছেন অধিনায়ক। ব্যাটিং, বোলিং কোথাও স্বাচ্ছন্দ্য না পাওয়া বাংলাদেশ দলের লক্ষ্য আগের ভুল ত্র“টি শুধরানো। কলকাতায় সেভাবেই নিজেদের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে প্রথম পাঁচ খেলায় একটিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সেই জয়টি এসেছে এবারের আসরের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগের খেলায় অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে রান ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পাওয়া নেদারল্যান্ডস এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়।
এবারের বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে এটি হবে প্রথম ম্যাচ। অন্য ভেন্যুর মতো এখানকার পিচেও ব্যাটসম্যানরা রান উৎসব করতে পারবেন।
ওয়ানডেতে বাংলাদেশ-নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান :
২০-০৭-২০১০ : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী, গ্লাসগো
১৪-০৩-২০১১ : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, চট্টগ্রাম
সব মিলিয়ে ওয়ানডেতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস :
বাংলাদেশের জয় : ১ ম্যাচে
নেদারল্যান্ডসের জয় : ১ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ০
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
isleworth, London. UK Mobile : +447438548379
Editor & Publisher : - Sohel Ahmed
Design and developed by AshrafTech