ঢাকা ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মোহাম্মদ আহসানুল মোস্তফা (তপন) আর নেই
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার, সদর উপজেলার কনকপুর ইউপির শাহবন্দর (পতন জমাদার বাডী) নিবাসী মোহাম্মদ আহসানুল মোস্তফা (তপন) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজার নামাজ রবিবার বিকাল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোহাম্মদ আহসানুল মোস্তফা (তপন) এর অকাল মৃত্যুতে মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য অফিস কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও বুদ্ধিমন্তপুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মোহাম্মদ আহসানুল মোস্তফা (তপন) এর অকাল মৃত্যুতে মাদ্রাসার পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।