কমলগঞ্জে হরতালে সর্তক অবস্থানে পুলিশ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

কমলগঞ্জে হরতালে সর্তক অবস্থানে পুলিশ

ডায়ালসিলেট ডেস্ক : সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গুরুত্বপূর্ণ যায়গাগুলোতে এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন রুটে যাত্রী নিয়ে কিছু গণপরিবহন ছেড়ে যেতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভানুগাছ চৌমুহনী ও উপজেলার ময়না চত্তর থেকে থেকে বিভিন্ন রুটে গণপরিবহন ছেড়ে যায়। তবে যাত্রীদের উপস্থিত কিছুটা কম দেখা গিয়েছে। এসব স্থানে পুলিশের বাড়তি সর্তকতা জোরদার ছিল।

অন্যদিকে, বিএনপি-জামায়াতের হরতালে সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে দেখা গেছে। তবে হরতালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে তেমন দেখা যায়নি।

অপরদিকে, অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও সাধারণ মানুষের উপস্থিত কম।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী  বলেন, জনগণের ঝালমাল রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ