প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ঃ রাজনগর উপজেলার পশ্চিম কদমহাটা জামে মসজিদ এর উন্নয়নমূলক কাজে বাঁধা সৃষ্টি ও একাধিক হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালা কমিঠির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বুলু ও সাধারণ সম্পাদক মোঃ তারেক উদ্দিন। লিখিত বক্তব্য জানান- মসজিদ পরিচালনা কমিঠির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ অক্টোবর মসজিদের পুকুরের পাড়ের ময়লা ও জঙ্গল পরিস্কার পরিছন্ন করতে চাইলে প্রতিবেশী ও মুসল্লি মোঃ শাহজাহান চৌধুরী ও তার ছোট ভাই শাহ আলম চৌধুরীগং বাঁধা সৃষ্টি করে গাছ ও ফলজবৃক্ষ নিধন করা হচ্ছে বলে মিথ্যা অভিযোগ তুলেন। উক্ত অভিযোগের সত্যতা জানতে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা‘র নির্দেশে রাজনগর থানার পুলিশ, ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌছে উক্ত অভিযোগের কোন সত্যতা পান নি। অভিযোগ উঠে মোঃ শাহজাহান চৌধুরীগংরা স্থানীয় মুসল্লিসহ নিরহ জনগণের উপর থানায় ও বিজ্ঞ আদালতে একাধিক মিথ্যা মামলা দায়ের করছেন। ভুক্তভেখাগীগণ বিভিন্ন মামলার দায় হতে অব্যাহতি (যুগ্ন জেলা জজ ১ম আদালত,মামলা নং-০৪/২০০৮ইং, সহকারী জেলা আদালত, রাজনগর, মামলা নং- ০১/২০২১ইং) পেয়েছেন। বর্তমানে উভয় পক্ষের অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। সর্বশেষ পশ্চিম কদমহাটা জামে মসজিদ এর (মাননীয় জেলা জজ আদালত, মৌলভীবাজার- আপীল মোকদ্দমা নং- ৪৯/২০২৩ইং) মামলা বিজ্ঞ আদালতে চলমান। মসজিদে মুসল্লিদের নিরাপদে নামাজ আদায় ও যাবতীয় উন্নয়ন কাজ পরিচালনায় নৈতিক সহযোগীতা, রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তির জন্য সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জণসাধারণকে অবহিত করার আহবান জানান। এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মসজিদ কমিঠির সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ- মিছবা উদ্দিন, সদস্য মোঃ জিলাল আহমদ, জহীর আলী, জহির আহমদ, মোঃ ফয়জুল হক, মোঃ খোকন আহমদ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech