রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: শনিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের পর হরতালের ডাক দিয়েছে দলটি। এ অবস্থায় রাত থেকেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

শনিবার (২৮ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে রাত থেকে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

 

এদের মধ্যে রমনায়-১, মতিঝিল-২ ও পল্টনে-২ প্লাটুন বিজিবি টহলে থাকবে। সচিবালয়ে-২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান মো. শরীফুল ইসলাম।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ