শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের ছেলেরা গুলি করেছে: নুর

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের ছেলেরা গুলি করেছে: নুর

ডায়াল সিলেট ডেস্ক :: তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা দলের কর্মসূচিতে ছাত্রলীগের ছেলেরা গুলি করেছে বলে মন্তব্য করেছন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। শনিবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

 

চলমানে সরকারবিরোধী আন্দোলনে শনিবার নয়াপল্টনে ও বিজয়নগর পানির ট্যাংক এলাকায় সমাবেশ করে বিএনপি ও গণঅধিকার পরিষদ। দুপুরের পরই দুই স্থানে পুলিশ ও দুর্বত্তদের সঙ্গে দল দুটির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। নুরুর অভিযোগ, পুলিশ ছাড়া ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এ সংঘর্ষ করে বিরোধী দলের ওপর দায় চাপিয়েছে।

 

লাইভে নুরুল হক বলেন, ‌‘আল রাজী, জামান টাওয়ার এসবের সিসি টিভির ফুটেজ যদি চেক করা হয় দেখা যাবে ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে গুলি করেছে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপরে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ তাণ্ডব চালিয়ে বিরোধীদলের ওপর দায় চাপানো হয়েছে।’

 

তিনি বলেন, ‘বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াতসহ বিরোধী দলগুলোর সুষ্ঠু নির্বাচন ও সরকারের পদত্যাগে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। (অথচ) ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন জায়গায় সহিংসতা করেছেন যাতে বিরোধীদের ওপর দায় চাপানো যায়। আমরা দেখেছি কোথাও কোথাও বাসে অগ্নিসংযোগ হয়েছে। এগুলো করছে এই প্রশাসনের মধ্যে থাকা ছাত্রলীগ ও যুবলীগ। যারা আন্দোলনের বিরোধিতা করছে, আন্দোলন নস্যাৎ করতে চাচ্ছে, তারা বিরোধীদের ওপর দায় চাপানোর জন্য এইগুলো করছে।’

 

নুর আরও বলেন, ‘আমাদের কথা পরিষ্কার। আমরা গত দুই বছর ধরে আন্দোলন করছি। কোনো জায়গায় সহিংসতায় জড়াইনি। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলেও তারা প্রতিরোধের জন্য হাত উঁচিয়ে দাড়িয়েছে। কোথাও সহিংসতা করেনি।

 

দেশবাসীকে হরতাল সফল করার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, ‘গণতন্ত্রের বিজয়ের জন্য যেকোনো ব্যানারে থেকে কর্মসূচি চালিয়ে যেতে হবে। আজ যেভাবে জনগণ মোটামুটি প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, রাজপথে যদি আরও কিছুদিন থাকা যায়, ধারাবাহিক কর্মসূচি চলতে থাকে সরকারের পতন হবেই। পুরো আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে দাঁড়িয়েছে।’

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ